পর্যটনে পাঁচ মিশালি

শেয়ার করুন          নাম পর্যটন। বয়স বায়ান্ন বছর। ঠিকানা বাংলাদেশ। গড়ন হালকা পাতলা। আকৃতি মাঝারি হওয়ার কথা থাকলেও বাস্তবে এখনো শিশু। কেন? পরিচর্যার অভাব হলে যা হয় তাই আর কি। দেখভালের কি কেউ নেই? অনেকেই আছেন তবে, আন্তরিকতা ও শুশ্রুষা জ্ঞানের যথেষ্ট অভাব। কেন এমন হলো? মাটির গুণে হয়েছে। তাহলে পর্যটনের কি কোন সম্ভাবনা নেই? না, তাও আছে তবে এই পবিত্র ভুমির মানুষগুলো প্রচন্ড স্বার্থপর এবং অহমিকায় পরিপূর্ণ। তাই সম্ভাবনা থাকার পরও শুধু এদের ব্যর্থতার জন্য বায়ান্ন বছরে্র পর্যটন তেমন একটা সাফল্যের মুখ দেখতে পারেনি। আসলেই কি তাই? হ্যা, এখানকার মানুষগুলো … Continue reading পর্যটনে পাঁচ মিশালি